আর্টিকেল সমস্যার সমাধান | Articles in English Grammar: Remove your confusion
English grammar এর article সংক্রান্ত কিছু কমন সমস্যার সহজ সমাধান পেতে যাচ্ছেন এই পোস্ট টিতে। All your doubt and confusion about articles in English grammar and their uses will be removed through this video.
কাদের জন্য আর্টিকেল সমস্যার সমাধান?
JSC, SSC, HSC, Admission Test সহ সব লেভেলের শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীদের জন্য এই লেখাটি এবং পাশাপাশি ভিডিও লেসন টি অনেক effective ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি, যদি আপনি এই পোস্টটি এবং ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করেন। কারণ আজকের পর আপনার article সংক্রান্ত সকল প্রশ্ন এবং কনফিউশন clear হতে চলেছে।
তো আর দেরি কেন? চলুন শুরু করা যাক।
Article কি?
Article এক ধরনের determiner আর determiner এর কাজ হল কোন noun কে determine করা, এর মাধ্যমে কোন noun এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বা অন্য শব্দের সাথে সংশ্লিষ্টতা নির্দেশ করে।
Articles কত প্রকার ও কি কি?
আপনারা অবশ্যই জেনে থাকবেন article তিনটি – a/an, the যাদেরকে দুই ভাগে ভাগ করা যায়-
1) define article (the) যা কোন noun কে নির্দিষ্ট করে বা পরিচিত হিসেবে বর্ণনা করে।
2) indefinite article (a, an) যা কোন noun কে অনির্দিষ্ট ভাবে বা অপরিচিত হিসেবে বর্ণনা করে।
এক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে-
Article কোন ধরনের শব্দের আগে বসে?
আপনারা নিশ্চয় এক বাক্যে বলবেন Article অবশ্যই Noun এর আগে বসবে।
কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো, Noun তো অনেক ধরনের হয়ে থাকে। সব ধরনের Noun এর আগেই কি আর্টিকেল বসে? নাকি নির্দিষ্ট কোন Noun এর আগে বসে?
সেক্ষেত্রে একটি মাত্র নিয়ম ফলো করলেই যথেষ্ট। আর তা হচ্ছে-
Noun যদি countable বা common noun হয় এবং singular number এর হয়, তবে ওই noun টির আগে অবশ্যই একটি article বসাতে হবে।
যেমন,
I want an apple.
ব্যাখ্যা:
এই বাক্যে apple নামক বস্তুকে গোনা যায় এবং এটি একটি singular common noun। যার ফলে এর আগে নিয়ম অনুযায়ী আর্টিকেল an ব্যবহৃত হয়েছে।
আবার দেখুন,
There is much water in the pot.
ব্যাখ্যা:
এখানে খেয়াল করুন, water শব্দটি সিঙ্গুলার মনে হলেও এটি যেহেতু uncountable noun অর্থাৎ একে গুনে পরিমাপ করা হয় না সুতরাং এর আগে কোন আর্টিকেল ব্যবহৃত হয় নাই।
তবে,
Noun টি যদি plural number এর হয় তবে তার আগে কোন article না বসালেও চলে।
যেমন-
There are many apples in the basket.
এই পোস্টে আরো যে প্রশ্ন গুলোর উত্তর পাবেন তা দেখে নিন এক নজরেঃ
-
Article যুক্ত noun phrase এর গঠন কি?
-
A/an ব্যবহারের জটিলতা: Spelling নাকি Pronunciation?
-
A & an এর সঠিক উচ্চারন কি?
-
Article কোন Part of Speech
জানতে হলে এখনি দেখে নিন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি-
অনুশীলন এবং বিশ্লেষণের মাধ্যমে আপনার আর্টিকেল চর্চাকে আরো শানিত করতে দেখুন নিচের ভিডিওঃ
✔Lecturer in English at Jhenaidah Cadet College, Jhenaidah, Bangladesh
✔Former Lecturer in English at Uttara University, Dhaka, Bangladesh
✔Content Writer of some of the websites on English Language and Literature
✔Video Content Creator on the YouTube channel, Speak English BD
✔Master Trainer of Continuous Assessment (CA)
✔Translator, NCTB