কিভাবে একটি কার্যকরি প্যারাগ্রাফ লিখবেন । How to write an effective paragraph
আমি আপনাদেরকে এমন কোন টেকনিক শেখাবো না যার মাধ্যমে আপনি একটি প্যারাগ্রাফ মুখস্ত করে শত শত প্যারাগ্রাফ লিখতে পারেন, অথবা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ সমূহের কোন সাজেশনও দিব না। বরং এমন চারটি টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনার প্যারাগ্রাফ লেখাকে অনেক বেশি ইফেক্টিভ এবং সুখপাঠ্য করে তুলবে, যা আপনার পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রহ সহকারে পড়তে বাধ্য করবে। এই টিপসগুলো ফলো করে আপনি যদি পরীক্ষার খাতায় লিখতে পারেন তাহলে নিশ্চিতভাবেই বলা যায়, আপনি আগে যেমন নম্বর পেতেন তার থেকে এক বা দুই নম্বর হলেও বেশি পাবেন।
আপনার টার্গেট যদি হয়ে থাকে, একটি well-written বা সুলিখিত এবং well-knitted বা সুবিন্যাস্ত paragraph লিখা, তবে আপনার paragraph এ অবশ্যই ৪ টি গুনাবলি থাকতে হবেঃ
- Topic Sentence/Topic Introducer
- Developers
- Connectors
- Terminator/Concluding Sentence
✒️প্যারাগ্রাফ রাইটিং এ সর্বোচ্চ নম্বর পাওয়ার উপায়
✒️ How to write an effective paragraph
পুরো লেসনটি ভিডিও আকারে দেখে নিন এখানে-
1. Topic Sentence/Topic Introducer:
একটি প্যারাগ্রাফ লেখার শুরুতেই আপনাকে Topic Sentence বা Topic Introducer এর উপর গুরুত্ব দিতে হবে।
Topic Analysis for a Paragraph | প্যারাগ্রাফের শিরোনাম বিশ্লেষণ
ধরুন আপনার paragraph এর topic হচ্ছে Benefits of Mobile Phone । সেক্ষেত্রে আপনার paragraph writing কিভাবে শুরু করবেন? প্রথমে মোবাইল ফোন কি কবে আবিষ্কৃত হয়েছিল, মোবাইল ফোনের পার্টস পরিচিতি, কত ধরনের মোবাইল ফোন পাওয়া যায়- এগুলো দিয়ে শুরু করবেন? না।
দেখুন Benefits of Mobile Phone এই টপিকের দুইটি keyword রয়েছে। এর মধ্যে Mobile Phone হচ্ছে broader topic এবং Benefits হচ্ছে specific topic that we need to develop all through the passage. This is the focus keyword.
Topic Sentence কি?
সহজ করে বলতে গেলে কোন প্যারাগ্রাফ এর শুরুতেই একটি বা দুটি sentence যার মাধ্যমে paragraph এর topic সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়া যায়।
Benefits of Mobile Phone এই paragraph এর topic sentence হতে পারে-
Mobile phone, one of the most used devices in our everyday life, benefits us in many ways.
এখানে paragraph-topic এর দুইটি key-word ই Mobile Phone ও Benefits চলে এসেছে। এবং এই প্যারাগ্রাফ এ আমরা কি নিয়ে আলোচনা করব তার একটি hint দেওয়া হয়েছে সুতরাং এটি হচ্ছে Topic Sentence।
Topic Introducer:
তবে আপনি যদি মনে করেন একটি মাত্র sentence এর মাধ্যমে আপনি পুরো ব্যাপারটি কাভার করতে পারছেন না, তবে এভাবেও লিখতে পারেন-
Mobile phone is one of the most used devices in our everyday life. If benefits us in different ways.
এখানে প্রথম sentence হচ্ছে Topic Introducer কারন এর মাধ্যমে broader perspective এ মোবাইল ফোন বিষয়ে বলা হচ্ছে। দ্বিতীয় sentence টি হল Topic Sentence কারণ এর মাধ্যমে আমাদের টপিকের focus keyword বা স্পেসিফিক ইস্যু যার উপর মূলত বাকি অংশ লেখা হবে তা পুরোপুরি প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য যে, topic sentence এবং topic introducer হচ্ছে the gateway to a paragraph যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি কার বাড়িতে প্রবেশ করছেন এবং বাড়িতে কে কে থাকতে পারে। আমার পরামর্শ হলো প্যারাগ্রাফের টপিক হাতে পেয়েই তাড়াহুড়ো করে লেখা শুরু না করে একটু সময় নিয়ে ভেবেচিন্তে শুরু করা উচিত।
2. Developers:
একটি প্যারাগ্রাফ লেখা শুরু করার পর আপনার দ্বিতীয় কাজ হবে প্রদত্ত টপিকের উপর ধাপে-ধাপে idea সমূহ develop করা। আমাদের আলোচিত টপিক Benefits of Mobile Phone এর উপর idea গুলো কিভাবে developer হিসেবে সাজানো যাবে?
সেক্ষেত্রে অনেকেই হয়তো এভাবে লিখবেন-
By using mobile phone, we can talk with our near and dear ones. We can send messages. We can play games etc. etc.
এরকম লিখলে যে কোন লিখা হবে না তা নয় বরং তা একটি দুর্বল লেখা হবে। তাহলে শক্তিশালী প্যারাগ্রাফ লেখার উপায় কি?
নিচের অংশটুকু পড়ুন-
Mobile phone, one of the most used devices in our everyday life, benefits us in many ways. First, mobile phone has made different types of our communication faster, easier and smarter. Second, it can be great medium of entertainment. Third, smartphones are enriched with smart features and apps that connect various types of services in a single device. Forth, access to education has become possible for anyone, anytime, anywhere with the new generation mobile phone just with internet connection. Finally/Therefore, mobile phones have made our everyday life easier, smarter and effective and it is very tough to pass a single day without mobile phone.
খেয়াল করুন-
প্রথম সেন্টেন্স টি হচ্ছে এই প্যারাগ্রাফ এর টপিক সেনটেন্স যার মধ্য দিয়ে এই প্যারাগ্রাফ এর দুইটি কী-ওয়ার্ড—mobile phone এবং benefit সম্পর্কে একটি প্রাইমারি ধারণা দেওয়া হয়েছে এবং বোঝা যাচ্ছে এই প্যারাগ্রাফে মোবাইল ফোনের কিছু বেনিফিট নিয়ে কথা বলা হবে।
এর পরের সেন্টেন্স গুলোতে মোবাইল ফোনের বেনিফিট সমূহ একটি একটি করে ধাপে ধাপে বর্ণনা করা হচ্ছে। প্রথম সেন্টেন্সে কমিউনিকেশন নিয়ে বলা হয়েছে, দ্বিতীয় সেন্টেন্সে এন্টারটেইনমেন্ট বা বিনোদন নিয়ে বলা হয়েছে, তৃতীয় সেন্টেন্সে স্মার্ট ফিচার এবং এ্যাপ্স নিয়ে বলা হয়েছে, চতুর্থ সেন্টেন্স শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে বলা হয়েছে, এভাবে আরো কিছু বেনিফিট যোগ করা যেতে পারে।
এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আর সেটি হচ্ছে একটি প্যারাগ্রাফ লিখতে গেলে বিভিন্ন ধরনের আইডিয়া বিক্ষিপ্তভাবে চলে আসতে পারে। তবে এই আইডিয়াগুলোকে তাদের ধরন অনুযায়ী অধিকতর জেনারালাইজড ফর্মে প্রেজেন্ট করতে হবে।
যেমন ধরুন মোবাইল ফোনের মাধ্যমে আমরা যে কল করতে পারি, মেসেজ আদান প্রদান করতে পারি এগুলো কিন্তু মোবাইল ফোনের বেনিফিট এর কিছু উদাহরণ যেগুলোকে আমরা কমিউনিকেশন বা যোগাযোগ এর আওতায় নিয়ে আসতে পারি। আবার মোবাইল ফোনের মাধ্যমে যে গান শোনা যায়, ভিডিও দেখা যায়, গেমস খেলা যায় এই বিষয়গুলো কোন ক্যাটাগরিতে পড়ে? অবশ্যই বিনোদন বা এন্টারটেইনমেন্ট। অর্থাৎ আমি যা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে একটি প্যারাগ্রাফ এ আইডিয়া গুলো ডেভলপ করার সময় বিক্ষিপ্তভাবে উদাহরণগুলো বর্ণনা না করে সে গুলোকে category-wise বিভক্ত করে বলতে পারলে আপনার আইডিয়া ডেভলপমেন্ট অনেক কার্যকরী হবে।
3. Connectors:
কানেক্টর হচ্ছে আপনার পাঠক কে আপনার লেখার সাথে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে বাধ্য করার একটি অন্যতম অস্ত্র। এদেরকে একটি ফুলের মালা গাঁথার ক্ষেত্রে সুতোর ভূমিকার সাথে তুলনা করা যেতে পারে। অর্থাৎ একটি প্যারাগ্রাফের বিভিন্ন আইডিয়া কে একই সুতোয় গেঁথে এক আইডিয়া থেকে অন্য আইডিতে smooth transition বা coherence নিশ্চিত করে।
আমাদের এই প্যারাগ্রাফটি খেয়াল করুন- শুরুতেই Topic Sentence এর মাধ্যমে বোঝা যাচ্ছে এই প্যারাগ্রাফ এ মোবাইল ফোনের কিছু বেনিফিট নিয়ে কথা বলা হবে। তো প্রথম বেনিফিট বলা হয়েছে কমিউনিকেশন নিয়ে। এবং এই sentence-এর শুরুতে দেখুন First শব্দটি ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে এটি হচ্ছে মোবাইল ফোনের প্রথম বেনিফিট। পরের সেন্টেন্সে Second এই শব্দটি ব্যবহারের মাধ্যমে বোঝানো হচ্ছে পূর্বে বলা বেনিফিট শেষ করে আমরা দ্বিতীয় আরো একটি বেনিফিট বর্ণনা করতে যাচ্ছি। একইভাবে Third এবং Forth ব্যাহহারের মাধ্যমে নাম্বারিং এর মাধ্যমে আমরা ধাপে ধাপে বিভিন্ন বেনিফিট বর্ণনা করেছি। সেক্ষেত্রে এই প্যারাগ্রাফটিতে First, Second, Third, Forth এই শব্দগুলো হচ্ছে Connectors।
এখন আপনি প্রশ্ন করতেই পারেন সব প্যারাগ্রাফের আইডিয়াগুলোকে কি একইভাবে First, Second, Third, Forth এভাবে সিরিয়ালি বলা সম্ভব?
উত্তর হচ্ছে- না।
তবে এই প্যারাগ্রাফটি যেহেতু Paragraph development by listing এর ক্যাটাগরিতে পড়ে অর্থাৎ এর মাধ্যমে একটি বিষয়ের উপরে ধারাবাহিকভাবে তথ্য সরবরাহ করা হচ্ছে, সেহেতু connector হিসেবে First, Second, Third, Forth এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। মূলকথা, প্যারাগ্রাফের ধরনের উপরে নির্ভর করবে আপনি কোন ধরনের কানেক্টর ব্যবহার করবেন। যেমন, আপনি যদি Paragraph development by comparison and contrast করে থাকেন অর্থাৎ দুইটি বিষয়ের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ যদি করে থাকেন তবে আপনি যে connectors ব্যবহার করতে পারেন সেগুলো হতে পারে similarly/in the same way/likewise অথবা But, on the other hand, on the contrary, on the other side ইত্যাদি।
সুপ্রিয় পাঠক, আপনারা যদি কানেক্টর সম্পর্কে আরো বিস্তারিত ধারনা পেতে চান তবে এখনই Connectors এর উপর করা আমাদের আগের ভিডিওটি দেখে আসতে পারেন।
4. Terminator:
একটি প্যারাগ্রাফ লিখতে লিখতে হঠাৎ করে মাঝপথে আপনি প্যারাগ্রাফটি শেষ করে দিতে পারেন না। সে ক্ষেত্রে আপনাকে psychological satisfying manner এ শেষ করতে হবে। অর্থাৎ আপনার পাঠক যেন আপনার প্যারাগ্রাফ এর শেষ অংশের মাধ্যমে বুঝতে পারেন যে আপনি প্যারাগ্রাফটি শেষ করতে চলেছেন। আপনার প্যারাগ্রাফের concluding remarks বা Terminator এর মাধ্যমে আপনি যে দাবিটি দিয়ে প্যারাগ্রাফ শুরু করেছিলেন সেটি প্রতিষ্ঠিত করতে হবে।
বিশেষ দ্রস্টব্যঃ
এখানে আলোচিত বিষয়গুলো কিন্তু আমার একান্ত ব্যক্তিগত মতামত নয়। বরং দেশি-বিদেশি কিছু গবেষক-লেখক এর বই থেকে অনুপ্রাণিত হয়েছি এবং এগুলো প্রয়োগ করে আমি নিজের রাইটিং স্কিল ডেভলপ করতে সক্ষম হয়েছি। তার ভেতরের অন্যতম হচ্ছে- ‘From Paragraph to Essay’।
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না-
SpeakEnglishBD
✔Lecturer in English at Jhenaidah Cadet College, Jhenaidah, Bangladesh
✔Former Lecturer in English at Uttara University, Dhaka, Bangladesh
✔Content Writer of some of the websites on English Language and Literature
✔Video Content Creator on the YouTube channel, Speak English BD
✔Master Trainer of Continuous Assessment (CA)
✔Translator, NCTB