Noun এর Classification এবং ব্যবহার শিখুন সহজ উপায়ে
Noun এর Classification
আমি হলফ করে বলতে পারি, এই লেসন টি complete করার পরে Noun কি, Classification of Noun বা Noun এর শ্রেণিবিভাগ এবং ব্যবহার নিয়ে আপনার আর কোন কনফিউশন থাকবে না। One of my students as well as a subscriber of my YouTube channel requested me to make some video lessons on the basic aspects of noun, verb, adjective & adverb.
আর তারই সূত্র ধরে আমরা এই লেসন টিতে (ভিডিও সহ) একটু ভিন্নভাবে noun এর শ্রেণীবিভাগ এবং ব্যবহার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর পরবর্তিতে আপনি আমাদের website এবং channel এ কোন ধরনের পোস্ট এবং ভিডিও লেসন দেখতে চান তা লিখে জানাতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের লেসন।
Noun কি?
আমরা সবাই জানি যে noun হচ্ছে naming word অর্থাৎ যার মাধ্যমে কোন ব্যক্তি বস্তু বা বিষয় এর নামকরণ করা হয়। এবং প্রায়ই দেখা যায় যে, স্টুডেন্টরা জুনিয়র ক্লাস থেকেই noun এর definition & classification অনেক সুন্দর ভাবে মুখস্থ করে। কিন্তু বাস্তবে যখন কোন noun এর classification আইডেন্টিফাই করতে বলা হয়, তখন তাদের confusion রয়েই যায়। আর সে কারণেই গতানুগতিকভাবে noun এর শ্রেণীবিভাগ না করে আমি এই একটু ভিন্নভাবে noun এর শ্রেণিবিভাগ আলোচনা করতে যাচ্ছি।
এখানে দুটি বাক্য খেয়াল করুন-
প্রশ্নঃ What do you see at my hands?
উত্তরঃ This is a pen.
এখন কথা হচ্ছে pen শব্দটির মাধ্যমে আমার হাতের বস্তুটির নামকরণ করা হচ্ছে। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে pen শব্দটি কোন ধরনের noun? উত্তর হচ্ছে pen শব্দটি একটি Common noun।
Traditional Classification of Noun:
আসুন এখন দেখা যাক noun এর নামকরণসমূহ কিসের ভিত্তিতে হয়ে থাকে। প্রথমেই দেখুন গতানুগতিক গ্রামার বইয়ে noun কে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়।1) Concrete noun এবং 2) Abstract noun। Concrete noun আবার ৪ প্রকারঃ 1) Proper noun 2) Common noun 3) Collective noun & 4) Material noun।
আমি কিভাবে Noun এর Classification করতে চাই?
আমি এখানে একটু ভিন্নভাবে noun এর শ্রেণীবিভাগ করতে চাই। আর তা হচ্ছে-
দেখুন, আমি লিখেছি Material noun => Common noun => Proper noun => Collective noun । এভাবে সাজানোর কারণ হচ্ছে, একটি বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে noun সমূহের মধ্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠা করা। বিষয়টি একটু ব্যাখ্যা করা যাক।
Material noun থেকে কিভাবে Common noun হয়?
Material noun কে আমরা বলছি raw material কারণ এই raw material থেকেই যে কোন প্রোডাক্ট তৈরি হতে পারে। আর ঐ product কেই বা ওই ধরনের যেকোনো বস্তুকে আমরা বলছি common noun। যেমন pen হচ্ছে একটি product, একটি পণ্য যেটা তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়েছে plastic সুতরাং plastic হচ্ছে material এবং এই প্লাস্টিক থেকে উৎপাদিত পণ্য হচ্ছে একটি common noun।
Common noun থেকে কিভাবে Proper noun হয়?
আবার যেকোনো common noun যদি আমরা একটি নির্দিষ্ট নাম দিয়ে তাকে branding করি তবে তাকে বলা হবে proper noun। যেমন এই কলমটির brand name বা নির্দিষ্ট নাম হচ্ছে Matador Orbit সুতরাং কলমটির proper noun হচ্ছে Matador Orbit।
Common noun থেকে কিভাবে Collective noun হয়?
আরো এক ধরনের noun হচ্ছে collective noun বা সামষ্টিক নাম। কিছু সংখ্যাক product কে বা common noun কে যদি packaging করা হয়, একটি গ্রুপের মাধ্যমে নামকরণ করা হয় তখন তা হচ্ছে collective noun। যেমন, আমরা যদি বারোটি pen নেই এবং তা সামষ্টিকভাবে প্রকাশ করি তা হবে a dozen of pens। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে, Material noun, Common noun, Proper noun এবং Collective noun এর মাঝে একটি নিবিড় সম্পর্ক রয়েছে।
এখন আসুন আরো কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করার জন্য নিচের ভিডিওটি লেসনটি দেখা যাকঃ
তবে সব noun এর ক্ষেত্রেই যে চারটি noun এর ভেতরে বিবর্তিত রূপ সমূহ পাওয়া যাবে তা কিন্তু নয়। যেমন ধরুন student, এই শব্দটির কিন্তু material noun পাওয়া সম্ভব নয়।
Concrete noun কি?
এতক্ষণ আমরা যে চার ধরনের noun নিয়ে কথা বলছিলাম সেগুলো কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেমন- চোখ, কান, নাক, জিহ্বা এবং স্পর্শ এর মাধ্যমে এদের উপস্থিতি বা শারীরিক অস্তিত্ব অনুভব করা যায়। সুতরাং এদেরকে বলা হচ্ছে Concrete noun।
Abstract noun কি?
অন্যদিকে আরও এক ধরনের noun রয়েছে যার নাম Abstract noun বা বিমূর্ত নাম। অর্থাৎ যে নাম সমূহের (Noun) উপস্থিতি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করা যায় না বলো এগুলা বোঝার জন্য আমাদের sixth scene এর প্রয়োজন হয় যেমন, love , friendship, anger। এগুলো হচ্ছে human feelings and emotions যাদেরকে ধরা যায় না, ছোয়া যায়না, খাওয়া যায়না বা ঘ্রান নেওয়া যায় না।
কয়েকটি গুরুত্তপূর্ন বিষয়ঃ
তো এই সমস্ত noun গুলোর ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে তা হচ্ছেঃ
১। Material noun এর plural হয় না, সব সময় singular হিসেবে ব্যবহৃত হয়
২। Common noun সমূহ কে plural হিসেবে ব্যবহার করা যায় এবং singular হিসেবে ব্যবহার করলে তার আগে অবশ্যই কোন আর্টিকেল বসবে তবে plural হিসেবে ব্যবহার করলে তার আগে article না বসালেও চলবে।
৩। Proper noun কে অবশ্যই capitalize করতে হবে অর্থাৎ এর প্রথম অক্ষরটি বড় হাতের হবে এবং এদেরকে plural করা যাবে না বা এদের আগে article বসানো যাবে না। যদি তা করা হয় তবে তা common noun এ পরিবর্তিত হয়ে যাবে।
৪। Collective noun এবং Abstract noun, singular verb গ্রহণ করে থাকে।
Noun এর ৫ টি ব্যবহার
বিভিন্ন ধরনের পারিবারিক এবং সামাজিক সম্পর্কের কারণে একই ব্যক্তির যেমন ভিন্ন ভিন্ন পরিচয় রয়েছে, ঠিক একই ভাবে একটি noun যখনsentence এ বিভিন্ন অবস্থানে ব্যবহৃত হয় তখন তার বিভিন্ন ভিন্ন ভিন্ন নাম হয়ে থাকে।এই অংশে আমরা ইংরেজী বাক্যে noun ৫ টি functions অর্থাৎ subject, object, complement, object to preposition and apposition নিয়ে আলোচনা করব।
আপনি যদি noun কে বাক্য সঠিকভাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে noun এর এই পাঁচটি ব্যবহার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
এবিষয়ে বিস্তারিত জানতে 5 functions of nouns এর উপর আমাদের ভিডিওটি দেখে ফেলুন শুরু থেকে শেষ পর্যন্ত-
এরকম ভিডিও নিয়মিত পেতে Subscribe করুন আমাদের TouTube channel এ : youtube.com/SpeakEnglishBD
✔Lecturer in English at Jhenaidah Cadet College, Jhenaidah, Bangladesh
✔Former Lecturer in English at Uttara University, Dhaka, Bangladesh
✔Content Writer of some of the websites on English Language and Literature
✔Video Content Creator on the YouTube channel, Speak English BD
✔Master Trainer of Continuous Assessment (CA)
✔Translator, NCTB