আপনার মোবাইলে কোন dictionaryব্যবহার করবেন?
এই পোস্টটি ভিডিও রিভিউ আকারে দেখুন-
আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি কে ব্যবহার করার জন্য dictionary হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ টুল যার মাধ্যমেআমরা নতুন নতুন শব্দের অর্থ খুঁজে পাই, ঐ শব্দসমূহের ব্যবহার দেখতে পারিএবং এভাবেই আমাদের ভাষা শেখার প্রক্রিয়াটি আরো গতিশীল হয়।
স্মার্টফোনেরএই যুগে যখন আপনি সব কিছুই আপনার স্মার্টফোনের মাধ্যমে করতে পারেন তখন আপনার স্মার্টফোনে একটি সুন্দর dictionary install থাকাটা খুবই জরুরী।
এখানে আমি যে dictionaryটি নিয়েআলোচনা করব,তা হচ্ছে একটি ইংলিশ English to Bangla এবংBangla to English dictionary।
প্রথমেই আপনাকে যেতে হবে প্লে স্টোরে।
এখানে আপনি সার্চ করুনEnglishBangla dictionaryলেখার মাধ্যমে।
অবশ্য একিডেভলপারের আরো একটি ডিকশনারি রয়েছেযার নাম হচ্ছে Bangla dictionary।
দুটি ডিকশনারিএকই ধরনের তবেEnglishBangla dictionary হচ্ছে একটু বেশিতথ্যসমৃদ্ধ।এটিকে বলা হচ্ছে mega offlineযাতে অন্য গুলোরচেয়ে অনেক বেশি সংখ্যক features রয়েছে।
আমি আপনাদেরকে রিকমেন্ড করব EnglishBangla dictionary mega offlineডিকশনারীব্যবহার করার জন্য।
আপনারা যারা অলরেডি এই ডিকশনারিটি ব্যবহার করছেন তাদেরকেবলবো আরো বেশি resource পাওয়ার জন্য আপনারdictionaryআপডেট করে নিন।
এই ডিকশনারিটি যে কতটা popular এর ব্যবহারকারীর সংখ্যা দেখলেই বোঝা যায়। One million users.Can you imagine it for a Bangla app?
তো আসুন এখন দেখে নেয়া যাক কি কি কারনে এই ডিকশনারিটি আমার কাছে ভালো লেগেছে আশা করিআপনাদের কাছেও ভাল লাগবে।
Number 1:এই ডিকশনারিটি অনেক তথ্য সমৃদ্ধ।এতে আপনি যখন একটি শব্দ সার্চ করবেন দেখতে পাবেন এখানে আসবে এর antonym, definition, examplesএবং parts of speech অনুযায়ী অর্থ।
Number 2:Change of languageঅর্থাৎ খুব সহজেই আপনি ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি ভাষা পরিবর্তন এর অপশন এখানে পাবেন।
Number 3:Pronunciation অর্থাৎ আপনি চাইলে যে কোন শব্দের বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় উচ্চারণ শুনতে পারবেন।
Number 4:এর মাধ্যমে আপনি ভয়েস সার্চ করতে পারবেন।এখানে ডান পাশে মাইক্রোফোন এর মত একটি চিহ্ন দেখতে পাবেন।এতে ক্লিক করে যে কোন শব্দ উচ্চারণ করুন সাথে সাথে তার অর্থ সহ সমস্ত কিছু প্রদর্শন করবে আপনাকে।
Number 5: favorite optionঅর্থাৎ কোন শব্দ খুঁজে দেখার পরে যদি মনে করেন এই শব্দটি আপনি পরবর্তীতে আবারও দেখতে চান সেক্ষেত্রে favorite বাটন চাপ দেন।আপনি উপরেlove sign দেওয়া স্থানেআবার তা খুঁজে পাবেন।
এছাড়াও রয়েছে হিস্ট্রি option যেখান থেকে আপনি এর আগে দেখে থাকা শব্দগুলোকে সহজেই খুঁজে পেতে পারেন।এছাড়া বোনাস হিসেবে রয়েছে games যার মাধ্যমে আপনি আনন্দের সাথে নতুন নতুন শব্দ শিখতে এবং ব্যবহার করতে পারবে
✔Lecturer in English at Jhenaidah Cadet College, Jhenaidah, Bangladesh
✔Former Lecturer in English at Uttara University, Dhaka, Bangladesh
✔Content Writer of some of the websites on English Language and Literature
✔Video Content Creator on the YouTube channel, Speak English BD
✔Master Trainer of Continuous Assessment (CA)
✔Translator, NCTB