ইংরেজি বাক্যে Parts of Speech এর Grammatical Functions (ভিডিও সহ)
সম্পূর্ণ Tutorial টি Video আকারে দেখুন-
এরকম Video আরো পেতে আমাদের YouTube Channel টি Subscribe করুন।
সুপ্রিয় পাঠক, Speak English BD এর পক্ষ থেকে “English Learning Tutorial in Bangla: Grammatical Functions of words (Parts of Speech) in English Sentences” (বাংলা ভাষায় ইংরেজি শেখার টিউটোরিয়ালঃ ইংরেজি বাক্যের শব্দ সমূহের ব্যকরণগত প্রয়োগ) এ আপনাকে স্বাগতম। নিঃসন্দেহে এই Tutorial টি যে কোন Level এর English Learning এ আগ্রহী ব্যক্তি, School, College, University, Admission Test, ও BCS সহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে English Grammar Skills সমৃদ্ধ করতে সহযোগিতা করবে। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে, আমরা একটি ইংরেজি বাক্যে যে সমস্ত শব্দ ব্যবহার করে থাকি তাদের Grammatical Functions।এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি সহজেই Basic Structures of English Sentences আয়ত্ত করতে পারবেন; Use of Parts of Speech সম্পর্কে একটি Comprehensive Knowledge পাবেন যা আপনাকে সাবলীল ভাবে বাক্য গঠনে সাহায্য করবে। সর্বোপরি, এই পোস্টের সাথে ভিডিওটি আপনার ইংরেজি শেখাকে আরো কার্যকরী করে তুলবে।
শুরুতেই, বিস্তারিত আলোচনার পূর্বে, আমরা আলোচনা করে নেব কিছু মৌলিক বিষয়:
Language, Sentence and Parts of Speech
আরও দশটি ভাষার মতই ইংরেজিও একটি ভাষা অর্থাৎ Sentence যার প্রধান উদ্দেশ্য হচ্ছে communication অর্থাৎ যোগাযোগ, আমরা যোগাযোগ এর স্বার্থেই ভাষাকে ব্যবহার করে থাকি । আর এই communication বা যোগাযোগটি মূলত সম্পন্ন হয়ে থাকে কিছু অর্থপূর্ণ Sentence এর মাধ্যমে । তার মানে, একটি ভাষার প্রধান একক হচ্ছে একটি অর্থপূর্ণ বাক্য এবং এই বাক্য সমূহে আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করে থাকি তাদের Grammatical name হচ্ছে Parts of speech অর্থাৎ আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা যা কিছু বলে থাকি সেগুলোকে যদি আমরা part by part আলাদা করি সেগুলোকে বলা হয় parts of speech যেমন, Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction & Interjection। সব মিলিয়ে, বিভিন্ন parts of speech কে একটি অর্থপূর্ণ বাক্যের মাধমে যোগাযোগের উদ্দেশে আমরা ভাষাকে ব্যবহার করে থাকি।
Grammatical Functions of words in English Sentences
আজকে মূলত আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে এই parts of speech গুলোকে আমরা কিভাবে বিভিন্ন Function এ ব্যবহার করে থাকি। আমার নিজের Experience থেকে আমি যেটা দেখেছি, বাংলা ভাষাভাষীদেরকে যদি প্রশ্ন করা হয়-
“একটি ইংরেজি বাক্যের Structure কি?”
উত্তর আসবে-
“Subject + Verb + Object”
এক্ষেত্রে খুব common একটি উদাহরণও আসবে-
“I eat rice”. অর্থাৎ আমরা ভাত খাই।
কিন্তু প্রশ্ন হলো, সব ইংরেজি বাক্যেই কি Object থাকে?
যেমন “The baby is sleeping.” শিশুটি ঘুমাচ্ছে।
এই বাক্যে আমারা দেখতে পাচ্ছি Verb (sleeping) এর পরে কিন্তু আর কোন শব্দ ব্যবহার হয় নাই, তার পরেও এই sentence টি সুন্দর ভাবে তার অর্থ প্রকাশ করতে পারছে; স্বয়ংসম্পূর্ণ sentence এটি। সে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, “The baby is sleeping.” এই বাক্যে কোন object নেই, কিন্তু তার পরেও sentence টি পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারছে। অর্থাৎ, object ছাড়াও ইংরেজি বাক্য গঠিত হতে পারে।
Verb এর পরে Object ব্যতীত আর কি কি ব্যবহৃত হয়ঃ
নিচের বাক্যটি দেখুন-
The baby is playing in the field. অর্থাৎ, “শিশুটি মাঠে খেলা করছে”।
এই বাক্যের __ playing কে ‘কি’ খেলা করছে বা ‘কাকে’ খেলা করছে দিয়ে প্রশ্ন করলেও এর পরে কোন উত্তর পাওয়া যায় না। অবশ্য, ‘কোথায়’ খেলা করছে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে, in the field অর্থাৎ, ‘মাঠে খেলা করছে’। এক্ষেত্রে, এই বাক্যের verb এর পরে কোন object নেই। বরং, in the field এই অংশটিকে আমারা বলছি adverbial এর function এ ব্যবহৃত হয়েছে।
আরো দুটি বাক্য দেখুন-
The girl is brilliant. She will be a doctor.
এই বাক্য দুটির structure কি? অথবা verb এর পরে ব্যবহৃত brilliant এবং a doctor এর grammatical function কি? উত্তরঃ complement কারন এরা তাদের verb এর আগে ব্যবহৃত subject কে modify করছে এবং দেখাচ্ছে যে, subject এবং complement একই ব্যক্তি।
এই বাক্য গুলোতে আমরা দেখতে পাচ্ছি, ইংরেজি বাক্য সমুহে বিভিন্ন শব্দ কিছু basic function এ ব্যবহৃত হয়েছে। সব মিলিয়ে আমি যেটা বলতে চাচ্ছি, ইংরেজি বাক্যে আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করে থাকি, সেগুলো মূলত ৫ টি মৌলিক function ব্যবহৃত হয়ে থাকে। Function গুলো হচ্ছে-
1. Subject
2. Main verb
3. Object
4. Complement, and
5. Adverbial
মূলকথা, একটি ইংরেজি বাক্য ভালভাবে বোঝার জন্য বা বলার জন্য আমাদের যা প্রয়োজন তা হল এই ৫ টি function সম্পর্কে ভাল ধারনা থাকা।
এখন আমরা এই ৫ টি function উদাহরণ ও ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করবো।
Function # 1 : Function of Subject
Subject এর Function এ ব্যবহৃত word, phrase অথবা clause:
Noun : The girl is studying hard.
Pronoun : She is brilliant.
Gerund : Making her family happy is her dream.
Infinitive : To serve the humanity is also her aim.
The + adjective : The needy are waiting for help.
Noun Clause : What the girl dreams is obviously praiseworthy.
Function # 2 : Function of Verb
ইংরেজি বাক্যে ২য় function টি হলো verb এর function যার অবস্থান subject এর পরেই। তবে, এই function এ ব্যবহৃত verb সমূহ মূলত main/principal verb যা আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করবো। অবশ্য, পরবর্তি কোন টিউটরিয়ালে classification of verb সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো বলে আশা করছি।
Main Verb সমুহের পরিচিতি ও প্রকারভেদঃ
Transitive Verb: এই verb এর পরে object থাকে। অর্থাৎ এর পরে ‘কি’ বা ‘কাকে’ এর উত্তর পাওয়া যায়।
Example: Yesterday, I bought a mobile phone.
Intransitive Verb: এই verb এর পরে object থাকে না। অর্থাৎ এর পরে ‘কি’ বা ‘কাকে’ এর উত্তর পাওয়া যায় না।
Example: My brother came yesterday.
Linking Verb: এই verb, তার আগের subject এবং পরের complement এর মাঝে link স্থাপন করে এবং দেখায় যে,
আগের subject এবং পরের complement একই ব্যাক্তি, বস্তু বা বিষয় কে নির্দেশ করে।
Example: He is an engineer.
Function # 3: Function of Object
Object কি?
* Transitive verb + object
* অর্থাৎ object ব্যবহৃত হয় transitive verb এর পরে এবং verb এর ‘কি’ বা ‘কাকে’ এর উত্তর দেয়।
Object এর Function এ ব্যবহৃত word, phrase অথবা clause
Noun : I know the man.
Pronoun : Everybody likes him.
Gerund : He has started making money online.
Infinitive : He has decided to become an entrepreneur.
The + adjective : Then, he will give the brilliant in his village a platform.
Noun Clause : I like what he dreams.
Function # 4: Function of Complement
Complement কি?
* Linking verb + complement
* অর্থাৎ complement ব্যবহৃত হয় linking verb এর পরে এবং ঐ verb এর আগের subject এর পরিপূরক হিসেবে কাজ করে।
Complement এর Function এ ব্যবহৃত word, phrase অথবা clause:
Noun : My brother is a doctor.
Pronoun : That book is mine.
Adjective : He is industrious.
Present Participle : The movie was interesting.
Infinitive : My aim is to be an entrepreneur.
Noun Clause : My aim is that I will be an entrepreneur.
Function # 5: Function of Adverbial
Adverbial কি?
* Adverbial = single word adverb অথবা যেকোন ধরনের phrase বা clause যা adverb
হিসেবে ব্যবহৃত হয়।
* কোন word, phrase বা clause যদি verb এর কোথায়, কখন, কেন, কিভাবে, কতটুকু এর উত্তর দেয় তবে তাকে adverb(ial) বলা হবে।
Adverbial এর Function এ ব্যবহৃত word, phrase অথবা clause
Single word adverb : He came yesterday.
Infinitive : He came to see me.
Prepositional phrase : He is playing in the field
Present participle : He came singing.
Adverbial clause : He came when I was playing.
আমাদের সাথে থাকুন, আরো সুন্দর, সাবলীল ও আনন্দপূর্ণ ভাবে ইংরেজি শিখুন। আমাদের Facebook Page টি Like করুন এবং YouTube Channel টি Subscribe করুন। এই পোষ্টটি ভাল লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করুন।
✔Lecturer in English at Jhenaidah Cadet College, Jhenaidah, Bangladesh
✔Former Lecturer in English at Uttara University, Dhaka, Bangladesh
✔Content Writer of some of the websites on English Language and Literature
✔Video Content Creator on the YouTube channel, Speak English BD
✔Master Trainer of Continuous Assessment (CA)
✔Translator, NCTB