স্মার্ট ইংলিশ বলার ও লেখার ১০০% কার্যকরী উপায় | Stop using VERY to use Smart English
আজকে আমি আপনাদের সাথে এমন একটি ১০০% কার্যকরী উপায় শেয়ার করতে যাচ্ছি যা মেইনটেইন করতে পারলে আপনার স্পোকেন ইংলিশ, রিটেন ইংলিশ যেটাই বলেন না কেন তা স্মার্ট ইংলিশ হয়ে উঠতে একধাপ এগিয়ে যাবে।
পুরো লেসনটি ভিডিওতে দেখুন-
এই বিশেষ টিপটি ক্লিয়ার করার আগে আসুন একটি প্যাসেজ পড়ে নেয়া যাক। এক্ষেত্রে very শব্দটি যে আমাদের কত প্রিয় তা বিশেষ করে খেয়াল করবেন এই passage টি পড়ার সময়।
Coronavirus or covid-19 is a very dangerous & infectious virus which is very different in its characteristics. It has spread all over the world very fast. To stay home and maintain social distance are very important for our safety. But those who are very poor can not but come out of home to earn their livelihood. Therefore, we need to be very caring to the people around us.
আপনারা হয়তো ইতোমধ্যে খেয়াল করেছেন, এই ছোট্ট প্যাসেজটিতে ছয় ছয় বার Very যুক্ত শব্দ ব্যবহার করা হয়েছে। এখন আসুন, এই ভেরি যুক্ত শব্দ গুলোকে পরিবর্তন করে আরো একবার passageটি পড়া যাক-
Coronavirus or covid-19 is a perilous & infectious virus which is distinctive in its characteristics. It has spread all over the world rapidly. To stay home and maintain social distance are vital for our safety. But those who are destitute cannot but come out of home to earn their livelihood. Therefore, we need to be passionate/empathetic to the people around us.
এতক্ষণে নিশ্চয় আপনার বুঝে গেছেন, আমার বিশেষ টিপটি কি।
আমাদের অনেকেরই হয়তো স্পোকেন ইংলিশে মোটামুটি চালিয়ে নেয়ার মত fluency রয়েছে, রিটেন ইংলিশে ফ্রি-হ্যান্ড রাইটিং এর দক্ষতাও মোটামুটি রয়েছে। সেখানে আর একটু সচেতন হলেই কিন্তু আমাদের বক্তব্য শ্রোতা বা পাঠকের কাছে আরও স্মার্টলি প্রেজেন্ট করা সম্ভব।
এক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে তা হচ্ছেঃ আজ থেকেই Very শব্দটির ব্যবহার avoid করতে হবে এবং সেই জায়গায় ইকুইভালেন্ট শব্দ প্রয়োগ করতে হবে। এই তালিকার অনেক শব্দই কিন্তু আমাদের জানাই রয়েছে, বাকিগুলা কে ধাপে ধাপে জানতে হবে।
এই প্রক্রিয়াটিকে আমি হান্ডেট পার্সেন্ট ইফেক্টিভ কেন বলছি? হ্যাঁ আপনি যদি দৃঢ়প্রতিজ্ঞ থাকেন যে আজ থেকে ভেরি শব্দটির ব্যবহার যতটা পারেন অভয়েড করতে থাকবেন এবং সেই জায়গায় উপযুক্ত শব্দ প্রয়োগ করবেন, তাহলে নতুন নতুন শব্দ শেখা এবং সেগুলোকে উপযুক্ত স্থানে স্মার্টলি ব্যবহার করার বিষয়ে আপনার নিজের ভেতর থেকেই এক ধরনের তাড়ন অনুভব করবেন।
অতি প্রচলিত very যুক্ত শব্দ ও তার equivalent শব্দের তালিকাঃ
আমাদের সাথেই থাকুন-
https://www.youtube.com/speakenglishbd?sub_confirmation=1
✔Lecturer in English at Jhenaidah Cadet College, Jhenaidah, Bangladesh
✔Former Lecturer in English at Uttara University, Dhaka, Bangladesh
✔Content Writer of some of the websites on English Language and Literature
✔Video Content Creator on the YouTube channel, Speak English BD
✔Master Trainer of Continuous Assessment (CA)
✔Translator, NCTB