Audio Materials এর মাধ্যমে কিভাবে আপনার Spoken English এর Skills বৃদ্ধি করবেন
আপনি কি আপনার Spoken English এর Skills কে Improve করার জন্য Effective Materials এর নিয়ে ভাবছেন?এই পোস্টে আমরা এমন একটি Website নিয়ে আলোচনা করবো যেখানে ৭০০০ এরও বেশি Audio Books রয়েছে। এই Audio Materials কে যদি আপনি Systematically & Effectively Apply করতে পারেন, তবে অবশ্যই Spoken English এর Listening এবং Speaking এ উল্লেখযোগ্য Improvement আশা করতে পারেন।
এই পোস্টে আলোচিত বিষয় বিস্তারিত দেখুন নিচের ভিডিও টিউটোরিয়ালেঃ
কোথায় পাবেন Audio Materials?
নিচের লিঙ্কটি visit করুন এবং explore করুন।
http://www.loyalbooks.com/
কোন ধরনের Audio Materials পাবেন এখানে?
এখানে বিশ্বসাহিত্যের বিভিন্ন বই সহ, ইতিহাস, দর্শন ও ধর্মীয় বইয়ের একটি বিশাল সমাহার Audio Books আকারে সন্নিবেশিত করা হয়েছে।আপনি সহজেই Popular Genres & More Genres অর্থাৎ Contents বা Categories কলাম থেকে আপনার পছন্দের বইটি খুজে পেতে পারেন।
এই Audio Materials এর বিশেষত্ব কী?
১। Audio Tracks আপনি সরাসরি play করে শুনতে পারেন।
২। Mp3 সহ বিভিন্ন format এ Download করতে পারেন।
৩। সর্বপরি, Audio Books গুলোকে মিলিয়ে পড়ার জন্য রয়েছে PDF সহ বিভিন্ন format এর eBook।
এই Audio Materials কিভাবে আপনার Spoken English এর Skills কে Improve করার জন্য ব্যবহার করবেন?
দুইটি কারনে এই Audio Materials আপনার কাজে লাগতে পারেঃ
1. Just out of Interest:
আপনি যদি English Literature এর ভক্ত হয়ে থাকেন, World এর বিভিন্ন বিখ্যাত বই পড়তে পছন্দ করেন, তবে এই Audio Books আপনাকে সুন্দর কন্ঠে পঠিত বইগুলো উপভোগ করার একটি নতুন Taste দিবে।
2. Consciously and Systematically:
আপনি যদি আপনার English Skills Improve করার জন্য সচেতন ভাবে Audio Materials Use করতে চান, তবে এই Audio Books আপনাকে অবশ্যই Help করবে। তবে, আপনাকে অবশ্যই learner এর age, level & interest এর সাথে সামঞ্জস্যপূর্ন Materials select করার ব্যাপারে সচেতন থাকতে হবে।
Audio Books ব্যবহারের ধাপসমূহ কি কি?:
আপনি যদি আপনার Spoken English কে Improve করার জন্য এই Audio Books ব্যবহার করতে চান তবে প্রথমে www.loyalbooks.com থেকে আপনার পছন্দের Audio Book টি এবং এর E-Book টি Download করুন। এরপর নিচের ধাপগুলো অনুসরন করুন।
-
Listen to the AUDIO trackঃ
প্রথমে Text এর সাহায্য ছাড়াই আপনার পছন্দের AUDIO track মনোযোগ সহকারে শুনুন এবং বোঝার চেষ্টা করুন।
-
Read the TEXT ঃ
এখন Audio track থেকে যতটুকু শুনেছেন e-book থেকে ততটুকু পড়ুন। যে শব্দ বা অংশ আগে বুঝতে পারেন নাই তা এখন Text পড়ার কারনে বুঝতে পারবেন।
-
Listen AGAIN ঃ
আবারো Audio track টি মনোযোগ সহকারে শুনুন। এবারে আগের বারের চেয়ে অনেকটাই ভালো বুঝতে পারবেন, কারণ আপনি ইতোমধ্যে জেনে গেছেন বাক্যের কোন অংশে কি আছে।
-
Identify the DIFFERENCES ঃ
এখন আপনি আবারো e-book থেকে Text পড়ুন এবং আপনার Pronunciation ও Accent এবং Audio track এ শোনা Pronunciation ও Accent এর মধ্যে পার্থক্য নিরূপন করার চেষ্টা করুন।
-
IMITATE and SPEAK with Confidence.
যে জায়গা গুলোতে আপনি Pronunciation ও Accent এর পার্থক্য পেয়েছেন সেগুলো Audio track অনুযায়ি বারবার অনুকরণ করে বলতে থাকুন। দেখবেন, এক একটি Audio Material থেকে কিছুনা কিছু নতুন Pronunciation & Accent শিখবেন যা আপনার আরো Confidently এবং আরো Fluently ইংরেজি বলার ক্ষেত্রে অবদান রাখবে।
✔Lecturer in English at Jhenaidah Cadet College, Jhenaidah, Bangladesh
✔Former Lecturer in English at Uttara University, Dhaka, Bangladesh
✔Content Writer of some of the websites on English Language and Literature
✔Video Content Creator on the YouTube channel, Speak English BD
✔Master Trainer of Continuous Assessment (CA)
✔Translator, NCTB